কুষ্টিয়া প্রতিনিধি :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে সকলের মত-দ্বিমত থাকলেও এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। কে কোন দল করে সেটা বড় বিষয় নয়।
আজ সোমবার (১৭ জুন) সকালে মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
সোমবার সকাল ৭.৩০টায় ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান হানিফ। তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সব মানুষের জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করেন হানিফ।
এ সময় মাহবুবউল আলম হানিফ বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এই দলকে উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে কাজ করার আহবান জানান। একইসাথে তিনি অতীতের মতো ধ্বংসাত্মক ও সহিংস কার্যকলাপ থেকে বিরত থাকারও আহবান জানান। সোমবার সকালে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের মাঠে ঈদুল আজহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.