কুষ্টিয়ায় মহাশ্মশান কমিটির বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত

সজীব নন্দী (কুষ্টিয়া ) :

 

কুষ্টিয়ায় মহাশ্মশান কমিটির বার্ষিক সাধারণ সভা-২০২৪ আজ ৫ জুলাই শুক্রবার বেলা ১১ টায় কুষ্টিয়া মহাশ্মশান কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহাশ্মশান কমিটির সভাপতি নরেন্দ্রনাথ সাহা।

 

শুরুতে পবিত্র গীতা পাঠ করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য রতন লাল মৈত্র। এর পর মহাশ্মশান কমিটির সাবেক সভাপতি বিজয় কুমার কেজরীওয়ালসহ প্রয়াত সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

সভায় পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিবিধ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আয়-ব্যয়ের হিসাব নীরিক্ষা প্রতিবেদন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সহ-সভাপতি মৃনাল কান্তি সাহা। পরিচালনা করেন যুগ্ম- সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার।

আরো বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যডভোকেট সুধীর কুমার শর্মা, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি স্বপন কুমার ঘোষ, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মহাশ্মশান কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার নাগ, বিপ্রজিত কুমার বিশ্বাস, বিমল কুমার সন্ন্যাসী, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সাংগঠনিক সম্পাদক প্রবোধ কুমার পাল।

এ সময় আজীবন সদস্যবৃন্দ ও নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *