প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ১২:৩৭ এ.এম
‘কোপা আমেরিকার সেমিফাইনালের সময়সূচি’
অনলাইন ডেস্ক :
কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেছে উরুগুয়ে। ব্রাজিলের পরাজয়ের মধ্যে দিয়ে একই সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ।
এদিকে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আগে তৃতীয় কোয়ার্টারে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। ফলে দ্বিতীয় সেমি-ফাইনালে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে লড়বে উরুগুয়ে।
এর আগে, গত শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনেজুয়েলা। ফলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কানাডা।
প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৬টায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কানাডা। পরদিন ১১ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে।
কোপার সেমিফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময়)
১০ জুলাই ২০২৪- আর্জেন্টিনা বনাম কানাডা (সকাল ৬টা, মেটলাইফ স্টেডিয়াম)
১১ জুলাই ২০২৪- কলম্বিয়া বনাম উরুগুয়ে (সকাল ৬টা, ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম)
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.