অনলাইন ডেস্ক :
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফরিদপুর ও ভোলায়, ২০ মিলিমিটার। বৃষ্টি কমায় দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৮ ডিগ্রি যা আগেরদিনের চেয়ে ১.১ ডিগ্রি বেশি।