

অনলাইন ডেস্ক :
দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডাব্লিউএস) আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান বলেন, তাপমাত্রা ও আর্দ্রতা একসঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্য-অ্যাটলান্টিক ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর বাড়িয়ে দিতে পারে।
এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলে উচ্চ তাপমাত্রা আরো স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পশ্চিমে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছিলেন দমকল কর্মকর্তা ও পূর্বাভাসকারীরা।