Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রেল স্টেশন এলাকা থেকে ফেনসিডিলসহ রনি আহমেদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

৬ জুলাই, শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে ৫ জুলাই, শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।আটক রনি চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে।

 

ওসি আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ট্রলির ভিতর কম্বলের মধ্যে থাকা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রেনে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক রনি। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version