
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত কীটনাশক খেয়ে মিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মা নাহিদা বেগম এবং শিশু সন্তান আলিফ (৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
৩ জুলাই, বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত শিশু একই এলাকার শুভ মন্ডলের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, মিম ও আলিফ ভাইবোন ঘরে খেলা করছিল। এসময় খাটের নীচে থাকা কৃষি জমিতে দেয়ার জন্য কীটনাশক দুই সন্তানসহ মা নাহিদা বেগম চকলেট ভেবে খেয়ে ফেলে। বিষাক্ত কীটনাশক খেয়ে মা ও সন্তানরা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন এবং মা নাহিদা বেগম ও ভাই আলিফকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে মা শঙ্কামুক্ত হলেও ছেলে শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা তার দুই ছেলে ও মেয়েকে কীটনাশক খেতে দেন পরে মাও খায়। কীটনাশক খেয়ে ছোট মেয়েটি মারা গেছে আর ছেলেটির অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছে। এ ঘটনায় কাজ তদন্ত চলছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.