চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর সংঘর্ষে মৃত্যু ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উজ্জল হোসেন (২৮) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইব্রাহীম হোসেন (৪০) নামে অপর চালক।

 

৩ জুলাই, বুধবার সকাল ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত উজ্জ্বল জেলার আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে। আর আহত ইব্রাহীম হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর।

 

তিনি বলেন, সকালে জয়রামপুরে মাছ ও কাঠবোঝায় দ্রুতগতির দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আলমসাধুর চালকই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক উজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, নিহত উজ্জলের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *