Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় লালনভক্তের ঘর ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় চায়না খাতুন নামে এক লালন ভক্তের ঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধু, লালন ভক্ত ও অনুসারীরা।

 

২ জুলাই, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ছেউড়িয়া লালন আখড়াবাড়ির সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশ নেওয়া লালন অনুসারী ও ভক্তবৃন্দ বলেন, চায়না খাতুন ও তাঁর স্বামী মৃত গাজির উদ্দিন লালন ফকিরের অনুসারী ছিলেন। চায়না খাতুনের স্বামী গাজির উদ্দিনের মৃত্যুর পর মাঠের মধ্যে নিজ জমিতে তাকে সমাহিত করা হয়। এরপর থেকে স্বামীর কবরের পাশে ৮০ বছরের বৃদ্ধা চায়না খাতুন বসবাস করে আসছিলেন। গত ২৬ জুন সকাল ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা এলাকায় লালন ভক্ত চায়না খাতুনের ঘরটি ভেঙে দেয় স্থানীয়রা। পরে এলাকার চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় চায়না খাতুনের ঘরটি পুনরায় নির্মাণ করার আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়ন করা হয়নি। বর্তমানে ভূমিহীন ও নিস্ব চায়না খাতুন পোড়াদহ রেলস্টেশনে দিনযাপন করছেন। লালন ভক্ত চায়না খাতুনের ঘর নির্মাণের দাবিতে মানববন্ধনে অংশ নেয় তারা।

 

মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার কাছে একটি স্মারকলিপি দেন মানবন্ধনে অংশ নেওয়া লালন ভক্ত ও অনুসারীরা।

 

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, চায়না বেগম ও লালন ভক্ত অনুসারীরা আমার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। চায়না বেগমের নতুন ঘরের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।মানববন্ধনে শতাধিক লালন ভক্ত ও অনুসারীরা অংশ নেয়।

Exit mobile version