কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ১৬ বছর পর এক বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন কুমার (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মিলন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মাদক মামলার ১ বছরের সশ্রম কারাদণ্ডের পলাতক আসামি।
২ জুলাই, মঙ্গলবার সকালে জেলার কুমারখালী উপজেলার দবির মোল্লা গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিলন কুমার কুমারখালী উপজেলার গোপালপুর গ্রামের নিরঞ্জন কুমার সরকারে ছেলে।
র্যাব সূত্র জানায়, ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের মামলার ১ বছরের সশ্রম কারাদণ্ডের পলাতক আসমি মিলন কুমার কুমারখালী উপজেলার দবির মোল্লা গেট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মিলন কুমারকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক ছিল।