কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ১৬ বছর পর এক বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন কুমার (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মিলন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মাদক মামলার ১ বছরের সশ্রম কারাদণ্ডের পলাতক আসামি।
২ জুলাই, মঙ্গলবার সকালে জেলার কুমারখালী উপজেলার দবির মোল্লা গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিলন কুমার কুমারখালী উপজেলার গোপালপুর গ্রামের নিরঞ্জন কুমার সরকারে ছেলে।
র্যাব সূত্র জানায়, ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের মামলার ১ বছরের সশ্রম কারাদণ্ডের পলাতক আসমি মিলন কুমার কুমারখালী উপজেলার দবির মোল্লা গেট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মিলন কুমারকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক ছিল।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.