কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার গ্রেফতার ৩

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৩ জন আসামি বজলুর রহমান ওরফে বজু মালিথা (৪৫), শামীম আহমেদ মালিথা ওরফে সাজু (৩৫) ও মিজানুর রহমান মালিথা (৫৫)-কে গ্রেফতার করা হয়েছে।

 

আজ সোমবার দুপুর ২.৫০টায় কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

এরা দৌলতপুর উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত ইয়াসিন মালিথার ছেলে এবং বাগোয়ান হিসনাপাড়া এলাকার রমজান বিশ্বাস হত্যা মামলার এজাহার নামীয় আসামি।

 

র‌্যাব সূত্র জানায়, দৌলতপুর উপজেলার মথরাপুর ইউনিয়নের বাগোয়ান হিসনাপাড়া এলাকার আবুল বিশ্বাসের ছেলে রমজান বিশ্বাস হত্যা মামলার এজাহার নামীয় ৩ জন আসামি সাদ্দাম বাজার এলাকায় অবস্থানের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় হত্যা মামলার আসামি বজলুর রহমান ওরফে বজু মালিথা, শামীম আহমেদ মালিথা ওরফে সাজু ও মিজানুর রহমান মালিথাকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

উল্লেখ্য, গত ৬ জুন বিকেলে জমি সংক্রান্ত বিরোধ মিমাংসার শালিস চলাকালে দুই পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে রমজান বিশ্বাসকে চর, থাপ্পর ও বুকে কিল ঘুষি মারে প্রতিপক্ষের লোকজন। রমজান বিশ্বাস আহত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিসৎক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৭ জুন রাতে রমজান বিশ্বাস মারা যান।

 

এ ঘটনার নিহতের বাবা মো. আবুল বিশ্বাস বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *