

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ জুন, শনিবার বেলা ১১টায় দৌলতপুর প্রেসক্লাব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ সাংবাদিক এম মামুন রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা ও প্রবীন সাংবাদিক মোশারফ হোসেন খান, সাংবাদিক শরীফুল ইসলাম, মাহফুজুল আলম, আতিয়ার রহমান, সাইদুর রহমান, সাইদুল আনাম, সফিউল ইসলাম হানিফ, মানজারুল ইসলাম খোকন, আশরাফুল ইসলাম, রনি আহমেদ, এস এম জাহিদ হোসেন, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম সোহাগ ও নাজমুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। সভায় নতুন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন সদস্য অন্তর্ভূক্তির বিষয়েও বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোন মাদকাসক্ত ও নেশাগ্রস্থ ব্যক্তিকে সদস্য অন্তর্ভূক্তি না করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও দৌলতপুর প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত নেওয়া হয়।