

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে কহাজ্জেল হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
২৯ জুন, শনিবার দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মালিহাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকরাম হোসেন জানান, মৃত কহাজ্জেল মালিহাদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। এসএসসি পরীক্ষায় ফেল করায় তিনি মাঠে কৃষকের কাজ শুরু করেন। শনিবার দুপুরের দিকে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির কাছে মাঠে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।