কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া  :

 

কুষ্টিয়ায় আজ রোববার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্ধোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, সহ-সভাপতি ও পুজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিশ শীলসহ অন্যান্য বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ।

 

আজ রোববার (৭ জুলাই) বিকেল ৫টায় শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে রথটিকে টেনে বড় বাজার বারোয়ারী তলা মন্দিরে এনে রাখা হয়। ৭দিন পর  আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্টিত হবে।

 

ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষ্যে কুষ্টিয়া শহরের এন, এস রোড থেকে বড় বাজার, রেলগেট ,গালর্স স্কুল পর্যন্ত সড়কের পাশে  হাজারো মানুষের সমাগম ঘটে। বসেছিল লম্বা এক মেলা। মেলায় বিভিন্ন মুখোরচক খাদ্য সামগ্রীসহ বিভিন্ন খেলনা, আসবাবপত্র, কুটির ও ক্ষুদ্র শিল্পের সমাগম ঘটে।

 

আগামী ১৫ জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

 

ডিপি/এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *