দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে মাদরাসার এতিম ছাত্রদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
২৭ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত মাদ্রাসার শিক্ষকদের হাতে চেক তুলে দেন চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
তারাগুনিয়া মাদরাসার ৩০ জন এতিম ছাত্র, বড়গাংদিয়া মাদরাসার ১৭ জন এতিম ছাত্র, মহিষকুন্ডি মাদরাসার ১০জন এতিম ছাত্র ও ফিলিপনগর মাদরাসার ১৫ জন এতিম ছাত্রদের জন্য বরাদ্দ হওয়া অর্থের চেক তুলে দেয়া হয়।
এসময় মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে টোকেন চৌধুরী বলেন, এতিম ছাত্রদের জন্য বরাদ্দ হওয়া প্রাপ্ত অর্থ যেন এতিম শিক্ষার্থীরা পায় বা ভোগ করতে পারে সে বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবেন। কারণ এতিমদের জন্য বরাদ্দ হওয়া সরকারি অর্থ বা সুযোগ সুবিধা অনেক সময় এতিম শিশুরা বঞ্চিত হয়। এক্ষেত্রে যেন না ঘটে সেদিকটি নজরে রাখবেন। পাশাপাশি এতিম শিক্ষার্থীদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.