Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার দৌলতপুরে মারা পড়েছে ১৪টি বিষাক্ত গোখরা সাপ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে মারা পড়েছে ১৪টি বিষাক্ত গোখরা সাপ। উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামে ১৪টি গোখরা সাপকে লাঠি দিয়ে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

 

২৭ জুন, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি খড়ের গাদার ভেতর থেকে একে একে ১৩টি গোখরা সাপের বাচ্চা, ২৩টি ডিমের খোলস ও একটি বড় মা গোখরা সাপ উদ্ধার করে সাপগুলিকে পিটিয়ে মারা হয়।

 

সাপ উদ্ধার ও মারার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা মানিক চাঁদ নামে এক ব্যক্তি জানান, সকালে বাড়ির বাইরে খড়ের গাদার পাশে দুটি সাপের বাচ্চা দেখতে পাই। পরে এলাকার লোকজন মিলে খড়ের গাদা সরিয়ে একে একে ১৪টি গোখরা সাপ। সাপগুলো উদ্ধার করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরপর মৃত সাপগুলিকে আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়। সাপগুলি বিষধর ছিল বলে তারা বন বিভাগের কর্মকর্তাদের জানানোর প্রয়োজন মনে করেননি।

 

সাপ মারার বিষয়ে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

Exit mobile version