

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই ব্যস্ত সময় পার করেছেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।
২৫ জুন, মঙ্গলবার তিনি প্রথম অফিস করেছেন। বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি।
এসময় দৌলতপুর উপজেলা পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে পরিচালনার জন্য উপস্থিত সব দফতর প্রধানগণের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।
এরপর দৌলতপুর উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে পৃথকভাবে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে দৌলতপুরের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতা-কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ সহ সর্বস্তরের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।
এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলে ফুলে ফুলে সিক্ত হোন তিনি। এর আগে রবিবার ষষ্ঠ উপজেলা পরিষদের দৌলতপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে বুলবুল আহমেদ টোকেন চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেন। পরে তার সভাপতিত্বে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান (কামরুল), মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।