কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপন

দৌলতপুর  (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর উপলক্ষ্যে প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপন করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ।

 

২৩ জুন, রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপিত হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আলহাজ রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন খান, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাংসদ আলহাজ কামারুল আরেফিন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডিএম সেলি দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক স্বপন আলীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এ দেশটি উন্নত দেশে পরিণত হচ্ছে। এসময়, ২০০১-০৬ সালে বিএনপি জোটের হত্যা, গুম ও নির্যাতনের কথা তুলে ধরেন বক্তারা।

 

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে সকল শহিদ, ৩ নভেম্বর জেলে নিহত জাতীয় ৪ নেতা, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের নিহত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে কেক কেটে প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *