

অনলাইন ডেস্ক :
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিনও (শনি ও রবিবার) দেশে বৃষ্টিপাত কম-বেশি একই রকম থাকতে পারে।এতে তাপমাত্রা বাড়ার প্রবণতাও অব্যাহত থাকতে পারে।
দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মাত্র ২০টিতে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৫৩ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ৪০ মিলিমিটার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ মিলিমিটার ও বরিশালে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।