মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে নেমে আবির হোসেন মোল্যা (৮) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কছুন্দী গ্রামের পাশে নদী থেকে তার লাশে উদ্ধার করা হয়। সে শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের রমজান মোল্যার ছেলে।
স্বজনরা জানান, বুধবার দুপুরে দুই বন্ধু আবির (৮) ও তামিম (৮) বাড়ির পাশে গড়াই নদীতে গোসল করতে যায়। আবির পানিতে নামার সাথে সাথে নদীতে তলিয়ে যায়। এসময় তামিম আবিরকে পানির উপরে দেখতে না পেয়ে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও গ্রামবাসী নদীতে নেমে খুঁজাখুঁজি করে না পেয়ে খুলনার ডুবুরি দলকে খবর দেয়। খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা নাগাদ তার সন্ধান না পেয়ে তারা ফিরে যায়।
বৃহস্পতিবার সকালে কছুন্দী গ্রামের পাশে নদীতে তার লাশ ভেসে উঠে। এ সংবাদ জানার পর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে আবিরের লাশ সনাক্ত করে। দুপুর ২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.