
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে এক বাকপ্রতিবন্ধীসহ দুই বালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। নিহতরা হলো- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল (১২) ও একই উপজেলার ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী রাজন হোসেন (১৬)। বুধবার রাতে দুই বালককেই ঘুমের মধ্যে বিষধর সাপে কামড়ায়।
এলাকা সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল বুধবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। তাকে সদর হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই রাতে ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার একমাত্র সন্তান বাকপ্রতিবন্ধী রাজন হোসেনও ঘরে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তার নাকে কামড় দেয়। পরে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় সদর হাসপাতালে সে মারা যায়।
নিহত দুই বালকের নিকটজনরা জানায়, সাপে কামড়ানোর পর তাদেরকে ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে তারা নেতিয়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকিব দুই বালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদেরকে হাসপাতালে আনা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.