Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

তাপপ্রবাহে মরক্কোতে ২১ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক :

 

তাপপ্রবাহে গত ২৪ ঘণ্টায় মরক্কোর কেন্দ্রীয় শহর বেনি মেল্লালে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। 

 

বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, উত্তর আফ্রিকার দেশটির বেশির ভাগ অংশকে সোম থেকে বুধবার পর্যন্ত ক্রমবর্ধমান তাপমাত্রা প্রভাবিত করেছে। কিছু এলাকায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে।

 

অন্যদিকে আঞ্চলিক স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, বেনি মেল্লালে বেশির ভাগ মৃত্যু দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ও বয়স্কদের মধ্যে ঘটেছে। উচ্চ তাপমাত্রায় তাদের স্বাস্থ্যের অবনতি হয়েছিল।

 

আবহাওয়া বিভাগ অনুসারে, এই শীতে মরক্কো টানা ছয় বছর খরা ও রেকর্ড তাপের সম্মুখীন হয়েছে। এবারের জানুয়ারি মাসটি ১৯৪০ সালের পর থেকে দেশটির সবচেয়ে উষ্ণতম মাস ছিল। কিছু জায়গায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছিল।

 

এখন পর্যন্ত মরক্কোর ৫০.৪ সেলসিয়াস রেকর্ড তাপমাত্রা গত বছরের আগস্টে দেশটির দক্ষিণে আগাদিরে পরিমাপ করা হয়েছিল।সূত্র : খালিজটাইমস।

Exit mobile version