

বেনাপোল (যশোর) প্রতিনিধি :
সূত্র জানায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত ছয় মাসে ১১ লাখ ২০ হাজার যাত্রী ভারতে যাতায়াত করেছে। যাত্রীদের কাছ থেকে এ সময় বিদেশে ভ্রমণকর বাবদ রাজস্ব আদায় হয়েছে ১১০ কেটি টাকা। পাঁচ বছরের শিশু, প্রতিবন্ধী ও ক্যান্সার রোগীরা (ভ্রমণকর মওফুফ) এই আওতার বাইরে রয়েছে।
সূত্র আরো জানায়, যাত্রী টার্মিনালের প্রধান ফটকে বন্দরের নিরাপত্তাকর্মী, আনসার সদস্য, আর্মড ব্যাটালিয়ন ও কাস্টমস কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারিতে রাখায় প্রবেশ করতে পারছে না বহিরাগত দালালরা।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম বলেন, বর্তমানে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ছয় থেকে আট হাজার যাত্রী যাতায়াত করছে। তাদের সেবার মান বাড়াতে ইমিগ্রেশন ডেস্কের সংখ্যাও বাড়ানো হয়েছে। তারা এখন নিজেরা নির্বিঘ্নে সিরিয়ালে দাঁড়িয়ে কাজ সেরে নিচ্ছেন।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, কাস্টমস ও ইমিগ্রেশনকে দালালমুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এটি বাস্তবায়ন করতে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমাদের। বর্তমানে কোনো প্রকার হয়রানি ছাড়াই যাত্রীরা ভারত-বাংলাদেশে যাওয়া-আসা করছে। সব ধরনের লাগেজ ব্যবসার তত্পরতা বন্ধ করা হয়েছে। কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে কাস্টমস ও ইমিগ্রেশনে বহিরাগত লোকজনরা প্রবেশ করতে পারবে না।