

অনলাইন ডেস্ক :
ভারতের অন্যতম জনপ্রিয় ও হিট সিরিজ মির্জাপুর।সম্প্রতি সিরিজটির তৃতীয় সিজন মুক্তি পেয়েছে এবং দর্শক মনে ফের একবার টানটান উত্তেজনার গল্পে ঝড় তুলে গেছে। মারাকাটারি অ্যাকশন ও মির্জাপুরের গ্যাংস্টারদের মুখোমুখি লড়াইয়ে এবারের সিজন হয়ে উঠেছে আরো জমজমাট।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ‘মির্জাপুর ৪ নিয়ে এমন তথ্য ফাঁস করলেন সিরিজটির তৃতীয় সিজনের সহপরিচালক আনন্দ আইয়ার। আনন্দ বলেন, ‘হ্য়াঁ, আমরা একেবারে তৈরি নতুন সিজনের জন্য।সব কিছু ঠিকঠাক চললে শিগগিরই আসবে মির্জাপুর ৪।
আনন্দ আইয়ার আরো বলেন, ‘মির্জাপুর ৩ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। যারা সমালোচনা করছেন তাদের বলে রাখা ভালো, মির্জাপুর ৩ আসলে মির্জাপুর ৪-এর প্রস্তুতি ছিল। নতুন সিজন আরো অ্যাকশনে ভরপুর হতে চলেছে।
মির্জাপুর নামক একটি এলাকার রাজনীতি ও গ্যাংস্টারের গল্পে নির্মিত সিরিজ মির্জাপুরের প্রথম দুটি সিজন ছিল সুপারহিট। তৃতীয় সিজনেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে সিরিজটি। পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, রাসিকা দুগ্গাল এবং শ্বেতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।