Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গাড়ির কাগজপত্রের মেয়াদ বাড়াল বিআরটিএ

অনলাইন ডেস্ক :

 

সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়ির সব কাগজপত্রের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

 

বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, ‘গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট হয়। ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ সার্ভার ও আইএস।

 

এ কারণে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।’ 

 

‘গত ১৯ জুলাই যেসব গ্রাহকের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে কিংবা আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে, সেসব কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল-কার্যকর করার চেষ্টা চলছে।’

Exit mobile version