Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নিরাপত্তা উপদেষ্টা বোল্টনকে বরখাস্ত করলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হোয়াইট হাউজ থেকে বহিষ্কার করেছেন ‍ট্রাম্প।

মঙ্গলবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী সপ্তাহে নতুন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেয়ার কথাও জানান ট্রাম্প।

তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বোল্টনের মতানৈক্য হওয়ার পরপরই এ বরখাস্তের ঘোষণা দেওয়া হয়।

টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ‘গতরাতে আমি জন বোল্টনকে জানিয়েছি, হোয়াইট হাউজে তার আর চাকরি করার প্রয়োজন নেই। তার অনেক প্রস্তাবের সঙ্গে আমার মত পার্থক্য রয়েছে।’

এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে জন বোল্টনকে যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে কৌতুক করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একবার হোয়াইট হাউসে বলেছিলেন, “এমন কোনো যুদ্ধ নেই যা জন বোল্টন পছন্দ করেন না।”

২০১৮ সালের এপ্রিল থেকে বোল্টন ট্রাম্প সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তার আগে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাইকেল ফ্লিন এবং এইচআর ম্যাকমাস্টার।

Exit mobile version