৩টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক :

 

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে আজ বেলা ৩টায় করা হয়। এরপর আবারও বেলা ৩টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টায় ভাষণের সময় নির্ধারণ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

 

আইএসপিআর বলেছে, সেনাপ্রধান বক্তব্য না দেওয়া পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করতে বলা হয়। সেনাপ্রধান এমনটাই অনুরোধ করেছেন।

 

এদিকে আজ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত তিনদিনের সাধারণ ছুটি চলছে। একইসঙ্গে গতকাল সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *