জেনেভায় পাকিস্তান ‘গণহত্যার’ শঙ্কা বাড়ছে কাশ্মীরে

অনলাইন ডেস্ক : কাশ্মীরে ‘গণহত্যার’ শঙ্কা বাড়ছে বলে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে যোগ দিয়ে এ বার্তা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

মানবাধিকার পরিষদের ভাষণে তিনি বলেন, কাশ্মীরের মানুষ খুনি, বিদ্বেষী এবং অসহিষ্ণু শাসকগোষ্ঠীর কাছে জিম্মি। সেখানকার পরিস্থিতি রুয়ান্ডা, স্রেব্রেনিৎসা, রোহিঙ্গা, কিংবা গুজরাটের ভয়াবহ দাঙ্গার মতো আশঙ্কা জাগিয়ে তুলছে।

এসময় চলমান উত্তেজনা প্রশমনে সহায়তা করার জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জনান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা দেখছেন না।

গত ৫ই আগস্ট কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত। এরপর থেকে কাশ্মীর ইস্যুতে এক উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *