অন্তর্বর্তী সরকার: প্রথম কার্যদিবসে সচিবালয়ে উপদেষ্টারা

অনলাইন ডেস্ক :

 

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর আজ রবিবার থেকে সচিবালয়ে অফিস শুরু করেছেন উপদেষ্টারা।

সকালে উপদেষ্টাদের অনেককে সচিবালয়ে ঢুকতে দেখা যায়। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি সারাজীবন পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছি। আমি কাজ করতে চাই। লক্ষ্য রেখে এগুতে চাই।

 

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, চ্যালেঞ্জ মনে করলে অনেক কিছু। তবে কাজ করতে চাই। যে পরিবর্তনের কথা বলেছি সেটা বাস্তবায়নের চেষ্টা করব।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হয়। এরপর আজ প্রথম দিন সচিবালয়ে অফিস করছেন উপদেষ্টারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *