ডিপি ডেস্ক :
ছাত্র-জনতার গণআন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ মো. মনির (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ।
গ্রেফতার মো. মনির সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আহমেদপুর গ্রামের মো. হানিফের ছেলে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে সেনাবাহিনীর সহযোগিতায় কাদরা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্পের একটি বিশেষ দল মো. মনিরকে বসতঘর হতে পিস্তলসহ হাতে নাতে গ্রেফতার করে। পরে সেনবাগ থানায় সংবাদ দিলে জরুরি ডিউটিতে নিয়োজিত এস আই মোজাম্মেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার করা পিস্তলটি জব্দ করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, আসামি জানিয়েছে আগ্নেয়াস্ত্রটি তার চাচাতো ভাইয়ের কাছ থেকে নিয়েছে। আমরা শিওর এটি থানা থেকে লুট হওয়া অস্ত্র। কিন্তু কোন থানা থেকে লুট হওয়া তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। অস্ত্র আইনে তার বিরুদ্ধে হামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.