অনলাইন ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে এই পেরুর বিপক্ষেই ১০ জনের দল নিয়ে ৩-১ গোলের দারুণ জয় তুলে শিরোপা জিতেছিল ব্রাজিল। সে ম্যাচে খেলেননি দলের সেরা তারকা নেইমারও। এবার সেই পেরুই প্রীতি ম্যাচে হারিয়ে দিয়েছে ব্রাজিলকে। শেষ দিকের করা গোলে সেলেকাওদের ১-০ ব্যবধানে হারিয়ে কোপার ফাইনালে হারের প্রতিশোধ নিয়েছে পেরু।
Posted in খেলা
পেরুর প্রতিশোধ ব্রাজিলকে হারিয়ে
September 11, 2019