বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম পুনর্গঠনে চার টিম

অনলাইন ডেস্ক :

 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করতে নতুন চারটি টিম গঠন করা হয়েছে।

আজ সোমবার বিকালে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং এবং অথরাইজেশন নামে চারটি টিম গঠন করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া, সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও এ তথ্য জানান।

এই চার টিমে ৩১ জন রয়েছেন।

 

বিবৃতিতে বলা হয়, ‘এই টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

চার টিম :

এই চারটি টিমের মধ্যে অর্গানাইজিং উইংয়ে আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদসহ আটজন রয়েছেন। 

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকারসহ ১৮ জন রয়েছেন। 

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ে তিনজন।

অথরাইজেশনে সারজিস আলম ও আবু বাকের মজুমদার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *