ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ, মাইকিং করে সতর্ক

ডিপি ডেস্ক :

 

কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বুড়িচংয়ের বুরবুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পর প্রবল স্রোতে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে বুড়িচং উপজেলার বাড়িঘরে।

বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে সহায়তা করছেন।

বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শিদা আক্তার।

 

তিনি বলেন, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। প্রবল স্রোতের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বাসিন্দাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *