অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সনাতনী অধিকার আন্দোলনের পক্ষ থেকে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সনাতনী অধিকার আন্দোলনের পক্ষে প্রদীপ কান্তি দে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিনামায় বলা হয়, সংখ্যালঘু নির্ঘাতনের বিচারের জন্য ‘দ্রুত বিচার ট্রাইবুনাল’গঠন করে দোষীদের উপযুক্ত শান্তি প্রদান এবং ক্ষতিগ্রতদের যথোপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করতে হবে। ‘দেবত্তোর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’প্রণয়ন এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন’যথাযথভাবে কার্যকর করতে হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ৮ দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যে ওই সকল দাবি বাস্তবায়িত হবে বলে আমরা আশা করছি।