Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ কমিটি গঠন

অনলাইন ডেস্ক :

 

দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহে আট সদস্য বিশিষ্ট একটি ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির আহ্বায়ক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

অন্য সদস্যরা হলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।

 

উল্লিখিত কমিটি দেশের পূর্বাঞ্চলে প্রলয়ঙ্কারী বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মোমবাতি, দেশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে।

দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণসামগ্রী নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রদান করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

Exit mobile version