Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ক্ষতিগ্রস্ত বন্যায় প্রায় ৫২ লাখ মানুষ

অনলাইন ডেস্ক :

 

চলমান বন্যায় দেশের ১১ জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন ১০ লাখ ৪৭ হাজার ২৯ পরিবার। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২ লাখ মানুষ। বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে।  নিখোঁজ রয়েছেন দুইজন।

 

আজ রবিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান।

 

ত্রাণ সচিব কামরুল হাসান জানান, ১১টি জেলার ৭৩ উপজেলা ইউনিয়ন-পৌরসভা ৫৪৫ বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা ১৮ জন, নিখোঁজ রয়েছেন দুইজন। পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য ৩ হাজার ৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে ৪ লাখ ১৫ হাজার ২৭৩ জন লোক এবং ২২ হাজার ২৯৮টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ৭৪৮টি মেডিকেল টিম চালু রয়েছে।

Exit mobile version