প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৪, ১০:২৭ পি.এম
বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
অনলাইন ডেস্ক :
দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পরবর্তী কার্যক্রম বিষয়ক জাতীয় টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান উপদেষ্টা বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধারে এবং জরুরী চিকিৎসা প্রদানসহ তাদেরকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানে সংশ্লিষ্ট সকলকে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা দেশের এই সঙ্কটকালে সকলকে ঐক্যবদ্ধ থেকে বানভাসী মানুষের দুর্দশা ও কষ্ট লাঘবে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় উদ্ধার ও তাৎক্ষণিক ত্রাণকার্য পরিচালনার ব্যয়ভার মেটানোর জন্য তিনি ২০ কোটি টাকার বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করেন। বরাদ্দকৃত টাকা ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার ও ত্রাণকার্যে সুষ্ঠু ও যথাযথভাবে ব্যবহার করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি শিশুখাদ্য, পানি শোধক ট্যাবলেট, খাবার স্যালাইনসহ জরুরি দ্রব্যাদি ক্রয়ের পরামর্শ দেন।
বন্যা উপদ্রুত এলাকায় সম্প্রতি বিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
পানি কমতে শুরু করায় বন্যাজনিত ক্ষয়ক্ষতিগুলো আরো পরিস্কার হতে শুরু করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কষ্ট কমাতে সকলের সহযোগিতা কামনা করেন।