ন্যাশনাল ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদলকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই কাজ করছে সরকার। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অত্যন্ত সচেতনভাবে রাষ্ট্রবিরোধী কিছু ভূমিকা পালন করছে। সে ভূমিকার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান লঙ্ঘন করছে একে পর এক। একই ধরনের মামলায় অনেকে সাজা পেয়েছেন; তারা জামিনে রয়েছেন। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না।
তিনি বলেন, বাংলাদেশে যাতে বিরোধীদল না থাকে এবং ভিন্নমত না থাকে তার জন্যই অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছেন।