টানা প্রায় ১০ ঘণ্টা পর মুক্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন ডেস্ক :

 

আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মরত ও  বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

 

রবিবার (২৫ আগস্ট) আনসার সদস্যরা ছত্রভঙ্গ হওয়ার পর রাত সাড়ে ১০টায় সচিবালয়ের ৩ নম্বর গেট খুলে দেওয়া হয়। এরপর বের হতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। বের হওয়ার সময় ঘুষ না খাওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেন ছাত্ররা।

 

এর আগে কয়েক হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখে। এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকেল ৫টায় অফিস ছুটি হলেও রাত ১১টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা বের হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *