অনলাইন ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমতুল্লাহ বাকী বলেন, আমরা আনসারদের বোঝাতে চেয়েছি দেশে বন্যা পরিস্থিতির মধ্যে আপনারা এখানে হৈচৈ করছেন। আপনাদের দাবি-দাওয়া তো মেনে নেওয়া হয়েছে। আপনারা এখন চলে যান। এই বলতেই তারা আমাদের ওপর হামলা চালায়।এতে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
সংঘর্ষে আহতরা হচ্ছেন রিয়াজ (২৫), শফিকুল (২৫), রাসেল (৩২), রায়হান (২৫), তনময় (২০), আব্দুল কাদের (২৪), উজ্জ্বল (২৫), তাজিলুর রহমান (২৫), তুহিন (২৪), বিক্রম (২৫), তাসিন (২০), জাকির (২৫), আসিফ (২৪), শফিক শাহরিয়ার (২৫), রাকিব (২৩), রবিন (১৮), বকুল (২৮), মিনারুল (২৭), শাকিল (২১), সাইম (২১), শান্ত (২৩), খলিলুর রহমান (২৫), আনসার সদস্য (২৩), শিউলী (২৪), আনসার সদস্য, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার (২৪) সহ প্রায় ৪০ জন।
তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন- হাসনাত আব্দুল্লাহ (২৫), আব্দুর রহমান (৩০) ও আব্দুল কাদের (২৪)।