অনলাইন ডেস্ক : বড় পর্দায় জুটি হয়ে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। এইপ্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে জয়া-প্রসেনজিতের রসায়ন। ছবির নাম ‘রবিবার’। পরিচালনা করছেন অতনু ঘোষ। জয়া ‘বিনিসুতোয়’ ছবির পর এই দ্বিতীয়বার কাজ করতে চলেছেন অতনু ঘোষের সঙ্গে।
মঙ্গলবার প্রকাশ করা হয় ‘রবিবার’-এর প্রথম পোস্টার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, অনেক দিন ধরেই চেয়েছিলাম। জয়ার সঙ্গে কাজ করার জন্য আসলে সঠিক স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম। ঠিক যেমন সৌমিত্রকাকুর (বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায়) সঙ্গে কাজ করতে ‘ময়ূরাক্ষী’ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
জয়া আহসান বলেন, অবশেষে বুম্বাদার সঙ্গে কাজ করছি। আমি খুব গর্বিত তো বটেই, আনন্দিতও।
অতনু ঘোষের কথায়, জয়া টলিউডে খুব ভাল ভাল কাজ করছে। প্রসেনজিৎ এবং জয়াকে নিয়ে একসঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।