ডিপি ডেস্ক :
রবিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বাধীনতার নতুন সূর্যোদয় হয়েছে।
সেই ধারাবাহিকতায় এবার ছাত্র জনতার গণ-আন্দোলনে বিদায় নিতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার সরকার। বুকে গুলি ধারণ করে শহীদ হয়ে ছাত্র জনতা পুরো দেশবাসী ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণ করেছে।
কোন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমানুল্লাহ সেলিম মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, অ্যাডভোকেট শাহিন রহমানস অন্যান্য নেতাকর্মীরা।