ঝিনাইদহ প্রতিনিধি :
জানা যায়, আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে।
হরিণাকুণ্ডুর রামনগর গ্রামের বাসিন্দারা জানান, আওয়ামী লীগ শাসনামলে শরিফ আহম্মেদ চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানি ও চাঁদাবাজি করতেন। তুচ্ছ বিষয়ে বিচার বসিয়ে মানুকে মারধর করতেন। এ কারণে এলাকার মানুষ তার ওপর ক্ষুব্ধ ছিল।