প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৪, ৬:০২ পি.এম
ভারতে পালানোর সময় শ্রমিকলীগ নেতা আটক
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় শরিফ আহম্মেদ চাঁদ নামের এক শ্রমিকলীগ নেতাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়। রবিবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার খোসালপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা যায়, আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে।
তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।বিজিবির একটি সূত্র জানায়, রবিবার দুপুরে শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। স্থানীয় গ্রামবাসীর কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবির খোসালপুর ক্যাম্পে সোপর্দ করে।
বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিকলীগ নেতা শরিফ আহম্মেদ চাঁদ জানান, প্রাণভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন।
হরিণাকুণ্ডুর রামনগর গ্রামের বাসিন্দারা জানান, আওয়ামী লীগ শাসনামলে শরিফ আহম্মেদ চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানি ও চাঁদাবাজি করতেন। তুচ্ছ বিষয়ে বিচার বসিয়ে মানুকে মারধর করতেন। এ কারণে এলাকার মানুষ তার ওপর ক্ষুব্ধ ছিল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান কালের কণ্ঠকে জানান, এক শ্রমিক লীগ নেতা আটকের কথা শুনেছি।তবে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে এখনো কোনো বার্তা দেওয়া হয়নি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.