
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :
সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কাছ জোর আবেদন সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। একইসাথে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.