অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সদ্য পোস্ট করা একটি ছবিই এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে আপাতত বিরাট বিরতিতে। আর এই বিরতির মধ্যেই একটি সেলফি পোস্ট করে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন। সমুদ্র সৈকতে কালো বিকিনিতে তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আর তার বুকে মাথা রেখে খালি গায়ে শুয়ে কোহলি। ছবির ক্যাপশনে ভালবাসার চিহ্নটিই যেন সবকিছু ব্যাখ্যা করে দিয়েছে। রোম্যান্টিক মুডে তারকা দম্পতিকে দেখে মোহিত ভক্তরা।
তবে এ ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে কোহলিকে। নেটিজেনদের একাংশ লিখেছে, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মোটেই উচিত হয়নি। অনেকের মতে, বেড রুমের ছবি গোটা দুনিয়ার সামনে তুলে ধরে মহৎ কোনও কাজ করেননি বিরুশকার।
কেউ লিখেছেন, দুই তারকাই প্রায় নগ্ন। আর এই জন্যই ধাক্কা খাচ্ছে বস্ত্র শিল্প। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার নিশ্চয়ই দেশের শিল্পের অবক্ষয়ের কারণটা খুঁজে পেয়েছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.