নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি, খাদ্য সংকট

ডিপি ডেস্ক :

 

গত ২৪ ঘণ্টায় তেমন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, পানি কমতে শুরু হয়েছে। জেলা শহর মাইজদীসহ অধিকাংশ গ্রামে পানি নামতে শুরু করেছে। তবে কিছু কিছু এলাকায় এখনো পানি আগের অবস্থায় রয়েছে।

পানিবন্দি হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে রয়েছে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট এবং ডায়রিয়ার প্রকোপ।

অপরদিকে, খাদ্য সংকট ও সাপের উপদ্রবে নাকাল দুর্গম এলাকার বন্যাদুর্গতরা। অনেকের কাটছে নির্ঘুম রাত। ঘরে অতিরিক্ত পানি ও বন্যার কারণে পরিবার নিয়ে বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নিয়েছে। কিন্তু এ সকল দুর্গম এলাকায় আশ্রয়ণ কেন্দ্রগুলোতে এখন ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে অনেকে জানিয়েছেন।

 

জেলা সিভিল সার্জন ডা. মাছুম ইফতেখার জানান, সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে একটি মেডিকেল টিম মাঠে রয়েছে এবং পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *