চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১৫ কোটি টাকা মূল্যের ‘ক্রিস্টাল মেথ বা আইস’ নামের মাদকের চালান জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ২টার দিকে যশোর থেকে দর্শনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো জব্দ করা হয়।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর ফুলের বাজারের সামনে শাপলা পরিবহনের একটি বাসের গতিরোধ করা হয়। বাসটি তল্লাশী করে একটি কাগজের কার্টুনের মধ্যে তিন কেজি ৪০ গ্রাম ওজনের ‘ক্রিস্টাল মেথ আইস’ নামের মাদক পাওয়া যায়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা।