Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আম্বানিকে টপকে ভারতের শীর্ষ ধনী আদানি

অনলাইন ডেস্ক :

 

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতে শীর্ষ ধনীর তকমা নিজের করে নিয়েছেন গৌতম আদানি ও তার পরিবার। বর্তমানে তাদের সম্পত্তির পরিমাণ ১১ দশমিক ৬ লাখ কোটি রুপি। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৪-এ এমন তথ্য উঠে এসেছে।

গত এক বছরে আদানির সম্পত্তি ৯৫ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে আদানি পোর্টের শেয়ার দর বেড়েছে ৯৮ শতাংশ। তাছাড়া আদানি এনার্জি, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন ও আদানি পাওয়ার-এভারেজ শেয়ারের দামে ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
১০ দশমিক ১৪ লাখ কোটি রুপির সম্পত্তি নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুকেশ আম্বানি। ৩১ জুলাই ২০২৪-এ নেয়া স্ন্যাপশটের ওপর ভিত্তি করে সম্পত্তির পরিমাণ হিসাব করা হয়েছে।

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনায়েদ বলেন, ভারত এশিয়ায় সম্পদ তৈরির ইঞ্জিন হয়ে উঠছে। তিনি আরও বলেন, ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ২৯ শতাংশ বাড়লেও চীনে ২৫ শতাংশ কমেছে।

Exit mobile version